দ্য ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এবং তৌফিক আহমেদ সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. কাওসার আলম এবং আব্দুল মতিন পাটোয়ারী ভাইস-প্রেসিডেন্ট এবং মো. মাকসুদুর রহমান এফসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) আইসিএমএবির পক্ষ থকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার রাতে আইসিএমএবির নীলক্ষেত প্রধান কার্যালয়ে এক সভায় তারা নির্বাচিত হয়।
নব নির্বাচিত প্রেসিডেন্ট মাহতাব বিল্ডকন কনসালটেন্সি লিমিটেড এবং বিল্ড নেশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি রবি আজিয়াটা লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুল এবং আইএমডি সুইজারল্যান্ড থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।
কাউসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোম্পানি সেক্রেটারি এবং জনতা ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি পূর্বে আইসিএমএবির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল মতিন পাটোয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পূর্বে আইসিএমএবির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন সচিব হাসনাইন তৌফিক রহিম আফরোজ গ্রুপের গ্রুপ বিজনেস সিইও হিসেবে কর্মরত। তিনি পূর্বে নেসলে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, ইউনিলিভার এবং বাংলালিংকের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
নতুন কোষাধ্যক্ষ মাকসুদুর রহমান বর্তমানে এডিসন লজিস্টিক লিমিটেডের সিইও। এর আগে তিনি গ্রামীণফোন, ওয়ারিদ টেলিকম, এয়ারটেল বাংলাদেশ, যুবক ফোন এবং এডিসন গ্রুপে দায়িত্ব পালন করেছেন ।
বাংলা৭১নিউজ/এসএইচ