বাংলা৭১নিউজ, ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ এই আওয়ামী লীগ নেতা আজ ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।
জানা গেছে, সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘ দিন ধরেই অসুস্থ রয়েছেন। শনিবার অবস্থার অবনিত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সুরঞ্জিত সেনগুপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক বরেন চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস