নারায়ণগঞ্জে আওয়ামী লীগের আয়োজিত বিজয় সমাবেশকে ইস্যু করে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, আমি ইসির কথা মেনে চলেছি, নারায়ণগঞ্জের ইতিহাসে বৃহৎ বিজয় র্যালিতে অংশ নিইনি আচরণবিধির কারণে। অথচ সরকারি দলের প্রার্থী শুক্রবার বিজয় সমাবেশে নাকি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
সেখানে নাকি সংসদ সদস্যসহ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারার মতো একাধিক নেতা থাকবেন। আজই প্রমাণ হয়ে যাবে ইসি নির্বাচনকে কোন দিকে নিতে চাচ্ছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সেখানে উপস্থিতি ও নৌকার পক্ষে ভোট চাওয়ার মতো ঘটনা ঘটলে প্রমাণ হবে নির্বাচন কমিশন নখদন্তহীন, তারা স্বাধীন নয়।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ‘নগর ভবন’-এর সামনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নির্বাচনি সালাম পৌঁছে দেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
তৈমুর বলেন, আজকের সমাবেশে যদি আইভী অংশ নেয়, তা হলে বোঝা যাবে— ইসি শুধু সরকার দলের বাইরের প্রার্থীদের ওপর ক্ষমতা দেখাতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এএইচ সৌরভ, শহর ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএম