বাংলা৭১নিউজ,ডেস্ক: আইফোন-৫ ব্যবহারকারীদের সতর্ক করেছে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের পক্ষ থেকে আইফোন-৫ ব্যবহারকারীদের সফটওয়্যার আপেডেট করতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটি ইন্সটল না করলে ফোনটির ব্যবহারকারীরা চরম বিপদে পড়তে পারেন।
সফটওয়্যারটি আপডেট না করলে আইফোন-৫ এ ব্যবহার করা যাবে না ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড। এখানেই শেষ নয়, ওয়েব ব্রাউজিংয়েও সমস্যার সম্মুখীন হতে হবে।
ব্যবহারকারীরা যদি আগামী ৩ নভেম্বরের মধ্যে আপডেট না করেন তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন-৫ এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।
এছাড়া সফটওয়্যারটি আপডেট না করলে চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। এ ক্ষেত্রে শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন আইপ্যাড ব্যবহারকারীরা। অন্য সব কিছুই ঠিক থাকবে বলে জানা যায়।
টেক জায়ান্ট অ্যাপল কর্তৃপক্ষ জানায়, আইওএস ১২ সফটওয়্যারের আগের সংস্করণ ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী। তাই আইওএস ০.৩.৪ সফটওয়্যারটির ব্যবহারকারী সংখ্যা খুব বেশি হবে না।
২০১২ সালে বাজারে আসার পর এবারই প্রথম আইফোন-৫ এর সফটওয়্যার আপডেটের অনুরোধ জানিয়েছে অ্যাপল।
উল্লেখ্য, আইফোন-৫ প্রথমে চার ইঞ্চি ডিসপ্লের ছিল। ২০১২ সালে বাজারে আসে আইফোন-৫। এই আইফোনের ১৬, ৩২, ৬৪ জিবির তিনটি আলাাদা স্টোরেজ সংস্করণ ছাড়া হয়। এতে আইওএস ৬ অপারেটিং সিস্টেম ছিল। সঙ্গে ছিল ১ দশমিক ৩ গিগাহার্টজের ডুয়েল-কোর প্রসেস। ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ১ দশমিক ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর ব্যাটারি ছিল ১৪৪০ এমএএইচের।
বাংলা৭১নিউজ/সি এইস