শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

আইফেল টাওয়ারে মাঝরাতে হেঁটে বেড়ায় কার আত্মা?

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

ফ্রান্সের সবচেয়ে আকর্ষণীয় শহর হলো প্যারিস। আর সেখানেই মাথা উঁচু করে ১৩২ বছর ধরে দাঁড়িয়ে আছে আইফেল টাওয়ার। ফ্রান্সে গেলে আইফেল টাওয়ারে ঢুঁ মেরে আসতে ভুলেন না কেউ!

জানেন কি, বিশ্বের অন্যান্য দর্শনীয় স্থানের তুলনায় আইফেল টাওয়ারে সর্বাধিক দর্শনার্থী এ পর্যন্ত পরিদর্শন করেছেন। প্রতি বছর কোটি কোটি মানুষ আইফেল টাওয়ারে ঘুরতে যান। দিনের বেলাও যেমন দর্শনার্থীরা আইফেল টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ হন; ঠিক তেমনই রাতের বেলাও চোখ ফেরানো যায় না আইফেল টাওয়ারের আলোসজ্জায়।

jagonews24

এর সৌন্দর্য প্যারিসের বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করা যায়। বিশেষ করে রাতের বেলায় স্থানটি আরও বেশি আকর্ষণীয় ও রহস্যময় হয়ে ওঠে। এতো আলোকসজ্জা আর দর্শনার্থীর ভিড়েও মাঝরাতে আইফেল টাওয়ারের আশেপাশে দেখা যায় অদৃশ্য নারীর প্রতিচ্ছবি!

অনেকেই দাবি করেন, আইফেল টাওয়ারটি যে স্থানে এমন এক জায়গা যেখানে পেরে লাচাইসের মতো বড় কবরস্থান এমনকি কুখ্যাত ক্যাটাকম্বও আছে। অনেকেই সেখানে অদ্ভুত সব ঘটনার সাক্ষী হয়েছেন। মাঝরাতে আলো ঝলমলে আইফেল টাওয়ার প্রাঙ্গণে রহস্যময় ছায়া মূর্তির দেখা মেলে বলে মত অনেকের।

jagonews24

আইফেল টাওয়ার সম্পর্কিত সর্বাধিক প্রচলিত ভৌতিক এক কাহিনি আছে। এক দম্পতিকে ঘিরে এই কাহিনি। জানা যায়, এক অল্প বয়সী দম্পতি এই টাওয়ারের উঁচুতে আরোহণ করেছিলেন। সেখানেই ছেলেটি তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেবেন বলে সিদ্ধান্ত নেন।

তিনি যখন তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেন; দুর্ভাগ্যক্রমে বান্ধবী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ওই ছেলেটি ক্ষিপ্ত হয়ে যান এবং ক্রোধের বশবর্তী হয়ে তার বান্ধবীকে নিচে ফেলে দেন। পড়ে গিয়ে নিহত হন তার বান্ধবী। এখনো না-কি সূর্যাস্তের সময় আইফেল টাওয়ারের উপরে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়!

jagonews24

এমনই আরও একটি কাহিনির প্রচলন আছে। আইফেল টাওয়ারের শীর্ষে আরও এক তরুণ দম্পতি ওঠেন। এবারও প্রেমিক তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেন। তবে আগের ঘটনার মতো এবারের বান্ধবী প্রস্তাবে না করেননি, বরং তিনি অত্যন্ত খুশি ও হতবাক হয়ে টালমাটাল হয়ে পড়ে যান। টাওয়ারের নিচে রেলিংয়ের উপরে পড়ে তার মৃত্যু ঘটে।

এসব ঘটনা ১৯২০ সালের দিকে ঘটেছে বলে জানা যায়। অনেক দর্শনার্থীরাই আইফেল টাওয়ারের আশেপাশে ১৯২০ সালের পোশাকে কোনো নারীকে অদৃশ্য হয়ে যেতে দেখেছেন। অনেকেই ধারণা করেন, প্রথম দুর্ভাগ্যবান বান্ধবীদের কেউ হতে পারেন।

jagonews24

আইফেল টাওয়ারের ভুতুড়ে কর্মকাণ্ডের বিষয়ে কোনো সত্যতা আছে কি-না তা প্রমাণিত হয়নি এখনো। তবে প্যারিসের অন্যতম রোমান্টিক এই স্থানটিতে অনেকেই এসব ঘটনার সাক্ষী হয়েছেন। আইফেল টাওয়ারটি প্যারিসের সর্বাধিক জনপ্রিয় স্থান। প্যারিসের বিভিন্ন স্থান থেকে দেখা যায় এটি। প্রতি রাতে আইফেল টাওয়ার সাজে নানা রঙে ও নকশায়।

বাংলা৭১নিউজ/এএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com