বাংলা৭১নিউজ, ডেস্ক :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঠিক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিয়ম অনুযায়ী উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই তারা এই সুযোগ পাবে।
এই তারিখ অনুযায়ী আগামী ৫ এপ্রিল শুরু হবে আইপিএল। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মে। নিলাম অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।
যদি এই তারিখই চূড়ান্ত হয় তাহলে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচ টেস্ট সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইপিএল শুরু হবে। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার দশদিন আগে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত আসরে প্রথমবারের মতো আইপিএল খেলতে যান টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবার খেলতে গিয়েই দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন তিনি। মোস্তাফিজ খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এছাড়া, অনেক আগে থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন সাকিব আল হাসান।
বাংলা৭১নিউজ/এন