বাংলা৭১নিউজ, ডেস্ক: অভিষেক মৌসুমেই আইপিএল মাতানো বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন।
টুর্নামেন্টের ওয়েবসাইট আয়োজিত জরিপের সেরা উদীয়মান খেলোয়াড়ের জরিপে এখন পর্যন্ত ৪৬.৪ শতাংশ ভোট পেয়েছেন এই তরুণ তুর্কি।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ৯ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। তবে উইকেটের চেয়েও বড় কথা হচ্ছে তিনি ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
৯ ম্যাচে ১৯৮ টি বল করে মাত্র ২০৩ রান দিয়েছেন। ইকোনমি রেট ৬.১৫, যা ব্যাটসম্যান সহায়ক ভারতীয় উইকেটে অনেক বড় অর্জন। সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে সবার উপরে থাকা আন্দ্রে রাসেল এক ম্যাচ বেশি খেলেছেন।
মুস্তাফিজ ছাড়াও এই তালিকায় আছেন গুজরাট লায়ন্সের স্পিনার শিভিল কৌশিক, মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কেন রিচার্ডসন ও রাইসিং পুনে সুপার জায়ান্টসের মুরুগান অশ্বিন।
বাংলা৭১নিউজ/এম বি এস