বাংলা৭১নিউজ,কুমিল্লাপ্রতিনিধি: ধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। আইনের শাসন ছাড়া গণতন্ত্র ও মৌলিক অধিকার বিকশিত হতে পারে না।
আজ বৃহস্পতিবার কুমিল্লায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।
সৈয়দ মাহমুদ হোসেন আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের তিন অঙ্গকে এক সঙ্গে কাজ করে যেতে হবে। তিন অঙ্গের সমন্বিত প্রয়াস আইনের শাসন তথা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রধান বিচারপতি বলেন, প্রতি বছর মামলার সংখ্যা বাড়ছে। কিন্তু সে অনুযায়ী নিষ্পত্তি হচ্ছে না। এর অনেক কারণ উল্লেখ করে তিনি বলেন, প্রথমত দেশের বর্তমান জনসংখ্যা ও মামলার অনুপাতে বিচারকের সংখ্যা অপর্যাপ্ত, দ্বিতীয়ত অবকাঠামোগত সমস্যা ও তৃতীয়ত সুযোগ থাকা সত্ত্বেও আদালতের পূর্ণ কর্মঘণ্টা ব্যবহার না করার প্রবণতা রয়েছে।
কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, আইন সচিব আবু ছালেহ শেখ মো. জহিরুল হক।
এর আগে প্রধান বিচারপতি ফিতা কেটে ও পায়রা উড়িয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। ৬২ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ১০তলা আদালত ভবন নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দুপুরে প্রধান বিচারপতি জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলা৭১নিউজ/এসএস