বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ত্রী-সন্তানসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা. শফিকুর রহমান জামালপুরে মিটিংয়ে এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে ১৮ জনের মৃত্যু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন অগ্রাধিকার দিতে হবে: বাণিজ্য সচিব সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন যুদ্ধের জন্য শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিম জং উনের সাড়ে ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ‘তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে’ সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ এখনো দুই মামলায় খালেদা জিয়া আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার আনিসুল হক ৬, মামুন ৩ দিনের রিমান্ডে নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা : তারেক রহমান

আইনজীবী না পেয়ে আদালতে নিজেই শুনানিতে অংশ নিলেন পলক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না বলে আদালতকে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ আদালতে রিমান্ড শুনানীর সময় তিনি এ কথা বলেন। এসময় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেন পলকের বিরুদ্ধে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানায় স্বজন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার আহসান কবির শরিফ ও হাফেজ সোলাইমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয় তাকে। পরে প্রত্যেক মামলায় আদালত ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে আদালতে শুনানীর সময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজেই শুনানিতে অংশ নেন। এসময় তিনি আদালতকে বলেন, ‘ইন্টারনেট বন্ধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এটা আইনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ করেছিল। বরং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আমার সমর্থন ছিল। সেইসময় কেবিনেট সভায় এটা সংস্কার করা হয়েছিল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে এগুলো মিথ্যা।’

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আদালতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে কোনো আইনজীবী ছিল না। তিনি নিজেই শুনানিতে অংশগ্রহণ করেন।

তিনি আদালতে বলেছেন ইন্টারনেট বন্ধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা আদালতকে বলেছি এটা তার জবানবন্দি হিসেবে গ্রহণ করার জন্য। যেহেতু আজ রিমান্ড শুনানি ছিল, আদালত তার এই বক্তব্য জবানবন্দি হিসেবে গ্রহণ করতে পারবেন।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com