বাংলা৭১নিউজ,ঢাকা: আইজিপিকে দুঃখ প্রকাশ করতে হবে এ দাবী জানিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানায় কেন্দ্রীয় কমিটি।
আজ নোয়াখালী ও গোপালগঞ্জে আন্দোলনকারীদের উপর পুলিশ হামলা করেছে।
এ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে পৌঁছালে আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়ে।
ঘটনার নিন্দা জানিয়ে তাৎক্ষনিক বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি।
কমিটি বলেছে, আগামী ২ ঘণ্টার মধ্যে আন্দোলন থেকে পুলিশ সরিয়ে নিতে হবে। আইজিপিকে দুঃখ প্রকাশ করতে হবে।
ধর্মীয় উপাসনালয় মসজিদে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
বাংলা৭১নিউজ/জেএস