রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

আইএস ঠেকাতে ইমরানের উপর ভরসা সিআইএ’র

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ভারতীয় মিডিয়ায় চলছে নানা ধরণের বিশ্লেষন। বিশ্লেষনে উঠে আসছে তার ক্রিকেট জীবন, নারীদের সাথে তার সখ্যতা, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে তার সম্পর্ক, কাশ্মির নিয়ে কী ভাবছেন তিনি, যুক্তরাষ্ট্র ও চীনের সাথে তার সম্পর্ক কেমন যাবে এবং ভারত েনিয়ে তার কী ধরণের চিন্তাভাবনা।

কলকাতা অনলাইনে নিখিলেশ রায়চৌধুরী পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রীকে নিয়ে যে লেখাটি লিখেছেন তা তুলে ধরা হলো:

ইমরান খান পাকিস্তানে ভোটে জিতেছেন৷ পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক গ্ল্যামারাস রমণীরাই তাতে খুশি৷ ইমরান যখন ক্রিকেট খেলতেন তখন এই রমণীদের অনেকেই তাঁকে দেখার জন্য হন্যে হয়ে ঘুরতেন৷ এখন তাঁরাও পাকিস্তানের বিশিষ্ট রাজনীতিক ইমরান খানের মতোই এদেশে গণ্যমান্য দেশবরেণ্যে পরিণত হয়েছেন৷

পাকিস্তানের অধিনায়ক হিসাবে ক্রিকেট বিশ্বকাপ জিতে ইমরান খান পোডিয়ামে উঠে গর্বের সঙ্গে বলেছিলেন : I win world cup ৷ মঞ্চের নীচে দাঁড়িয়ে পাকিস্তানের ক্রিকেটাররাই সে কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন৷ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন ওয়াসিম আক্রামের মতো খেলোয়াড়ও৷ ইমরান খানের অহংকার ছিল এমনই৷

ইমরান খান রূপবান, সাহেবদের মতোই চোস্ত ইংরেজি বলেন৷ তাই সাহেবদের দেশ ব্রিটেনের মতোই ভারত-বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডেও তাঁর দারুণ খাতির৷ ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমই লিখছে, তাঁর জয়ের পিছনে রয়েছে পাকিস্তানের সামরিক শক্তি৷ কথাটা অবশ্যই সত্যি কথা৷ কিন্তু তার চাইতেও বড় কথা : তাঁর এই জয়ের নেপথ্যে রয়েছে আমেরিকান গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএ৷ তারা চাইছে তাঁকে সামনে রেখে ক্রিকেট কূটনীতির মাধ্যমে গোটা ভারতীয় উপমহাদেশে শান্তি ফেরাতে৷ বলা বাহুল্য, সেই স্বপ্নের সঙ্গে বাণিজ্যও জড়িয়ে রয়েছে৷ আর, সেই বাণিজ্যে লাভ ভারত ও পাকিস্তান উভয়েরই৷

ইমরান খান আদতে বালতিস্তানি৷ বালতিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তর্গত৷ মহারাজা হরি সিং ‘ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন’ নিয়ে গড়িমসি না করলে যা গোটা জম্মু-কাশ্মীরের অঙ্গ হিসাবে স্বাধীন সার্বভৌম ভারতেরই অন্তর্গত হত৷ পাকিস্তানের ভোটে জিতে ইমরান খান নিশ্চয়ই অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেবেন না!

নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খান বিদেশে পাড়ি দিতে প্রথম কোথায় যান, সেটাই দেখার৷ অবশ্যই তাঁকে ওয়াশিংটন ডিসি-তে যেতেই হবে৷ প্রশ্নটা হল, আগে ওয়াশিংটন, না আগে লন্ডন৷ পাকিস্তানের এখন যা অবস্থা তাতে প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খান যদি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে মার্কিন প্রশাসনের কাছে ছুটে যান, তাহলে ধরে নিতে হবে তিনি নিজেই নিজের মৃত্যু পরোয়ানায় সই করলেন৷ পাকিস্তানে এখন একদিকে ইসলামিক স্টেট (আইএস) এবং আর এক দিকে জামাত উদ-দাওয়া দখল নেওয়ার জন্য মুখিয়ে আছে৷ তাদের কাছে সাধারণ মানুষের মতামতের কানাকড়ি মূল্যও নেই৷

পাকিস্তানের জন্মলগ্ন থেকেই সেদেশে সাধারণ মানুষের জীবনের দাম খোলামকুচির মতো৷ পাকিস্তানের কর্তারা এক সময় ব্রিটিশ রাজের গোলামি করেছেন, এখন আমেরিকার প্রশাসনের গোলামি করছেন৷ না করলে গোটা দেশটাই উড়ে যাবে৷ সৌদি কর্তারা তো আর সেনা পাঠিয়ে পাকিস্তানকে বাঁচাতে পারবেন না৷ রক্ষা পেতে হলে আমেরিকার সেনা কমান্ডই একমাত্র ভরসা৷

ইমরান খান ভোটে জিতে কথা দিয়েছেন, তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন৷ কাশ্মীর নিয়েও আলোচনায় বসবেন৷ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে চেয়েছিলেন জুলফিকার আলি ভুট্টো, অতঃপর তাঁর মেয়ে বেনজির ভুট্টো৷ উভয়েরই শেষটা মোটেই সুখের হয়নি৷ ইমরান খান নিজের ভবিষ্যৎটা ঠিক কত দূর দেখতে পাচ্ছেন, বলতে পারব না৷ তবে তিনি যাঁদের কাঠপুতলি হয়ে পাকিস্তানের মসনদে বসেছেন, তাঁদের নিশ্চয়ই কিছু না কিছু চিন্তাভাবনা আছে৷

লালচীনের কাছে পাকিস্তান এখন একটা অত্যন্ত পাকা ঘুটি৷ মস্কো-ওয়াশিংটন ঠাণ্ডা যুদ্ধের আমল থেকেই বেজিং আর ইসলামাবাদ (পড়ুন, রাওয়ালপিণ্ডি) সব ঋতুর বন্ধু৷ এখন আফগানিস্তানের পরিস্থিতিকে কেন্দ্র করে জি জিনপিংয়ের চীন পাকিস্তানের রাজনৈতিক উত্থানপতনের উপর অনেকটাই নির্ভর করছে৷ লাল চীনের ক্ষেত্রে একটা বড় সমস্যা হল, সেখানকার নেতৃত্ব নিজেদের দেশের মানুষের উপরেই ভরসা রাখতে ভয় পায়৷ তাদের অস্তিত্ব পুরোটাই সামরিক শক্তিবৃদ্ধির উপর নির্ভরশীল৷ পাকিস্তানেও একই অবস্থা৷ সামরিক শক্তিই দেশ চালানোর বকলমা নিয়ে রেখেছে৷ এই অবস্থায় ইমরান খান পাকিস্তানে ভোটে জিতে কীভাবে সমস্ত রকমের চাপ সামলে চলতে পারবেন, সেটা একটা মস্তবড় প্রশ্ন৷

ইমরান খান অসাধারণ ক্রিকেটার ছিলেন৷ ক্রিকেট দলের অধিনায়ক হিসাবেও তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন৷ কিন্তু ক্রিকেট খেলা আর পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রকে পরিচালনা করা তো এক ব্যাপার নয়৷ ‘ইনসাফে’র স্বপ্ন কে না দেখে! কিন্তু ‘ইনসাফ’ চাইলেই তো তা আর বাস্তবের মাটিতে এসে পড়ে না৷ ইমরান খানের চাইতে অনেক বেশি ন্যায়বিচারের স্বপ্ন জাগিয়ে তুরস্কে ক্ষমতায় এসেছিলেন মুস্তাফা কামাল আতাতুর্ক, ঠিক যেমন আরব দুনিয়ায় অভ্যুদয় ঘটেছিল গামাল আবদেল নাসেরের৷ কিন্তু দুঃখের বিষয়, তাঁদের মতো জনপ্রিয় নেতাদের কারও স্বপ্নই শেষ পর্যন্ত পূর্ণ হয়নি৷ ইমরান খান তো সেদিক থেকে তাঁদের নখের যোগ্যও নন!

পাকিস্তানে ইমরান খান আপাতত আমেরিকার প্রশাসনের কাছে সব চাইতে নির্ভরযোগ্য তুরুপের তাস৷ বাইরে যতই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা বাড়ুক, আফগানিস্তানে রাশিয়ার পুনরায় প্রভাববিস্তার মার্কিন প্রশাসনের যুদ্ধবাজ লবির পক্ষে হজম করা কষ্টকর৷ একই অবস্থা চীনেরও৷ তারাও নিজেদের সীমান্ত এলাকার কাছাকাছি ফের রাশিয়ার প্রভাব বাড়ুক, চায় না৷

আমেরিকার প্রশাসন চাইছে ইমরান খানকে সামনে রেখে একদিকে আফগানিস্তান এবং অন্যদিকে ভারতীয় উপমহাদেশে একটা শান্তি পরিস্থিতি বজায় রাখতে৷ তার কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানের সঙ্গে একটা বড় মাপের হেস্তনেস্ত করার জন্য তৈরি হচ্ছেন৷

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com