বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপার কোয়ার্টারে ব্রাজিল ড. ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের শাহজালালে প্রায় সাড়ে ৪ কেজির ৩৮টি স্বর্ণের বার উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু : ভোলে বাবার সন্ধানে পুলিশ বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি, নিম্নাঞ্চল প্লাবিত আসামে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা উন্নয়ন প্রকল্পে এডিবির বিনিয়োগ ২২ হাজার কোটি টাকা নেত্রকোনায় সব নদ-নদীর পানি বাড়ছে গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ কুয়েতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার

আইএস-এর বাংলাদেশ প্রধানের নাম ঘোষণা রমজানে!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ মে, ২০১৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: রমজান মাসে ইসলামিক স্টেট-এর বাংলাদেশি নেতার নাম ঘোষণা করা হবে৷ যুদ্ধবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ারের প্রতিবেদনে এ দাবি করা হয়৷ এর আগে আবু ইব্রাহিম নামের একজনকে বাংলাদেশি ফ্রন্টের নেতা বলে জানানো হয়েছিল৷

0,,17866947_303,00

স্টাডি অফ ওয়ার বা আইএসডাব্লিউ-র ঐ প্রতিবেদনে দাবি করা হয় , আগামী রমজান মাস, অর্থাৎ ৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে ইসলামিক স্টেট অফ বাংলাদেশ বা আইএসবি প্রধানের নাম৷

বলা বাহুল্য, রমজান মাসকে সামনে রেখেই তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস তাদের নতুন প্রচারণা শুরু করতে যাচ্ছে৷ এই প্রচারণায় ঐতিহাসিকভাবে মুসলিম ভূখণ্ড উত্তর আফ্রিকা ওব দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও বাংলাদেশকে ‘টার্গেট’ করা হয়েছে৷

0,,18480384_7,00

এর আগে গত এপ্রিল মাসে ইসলামিক স্টেট-এর মুখপত্র বলে পরিচিত ‘দাবিক’ ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় বাংলাদেশে আইএস-এর নতুন ‘ফ্রন্ট’ খোলার কথা বলা হয়৷ জানানো হয়, বাংলাদেশে এ মুহূর্তে আইএস পরিচালনার দায়িত্বে আছেন আবু ইব্রাহিম নামের এক ব্যক্তি৷

তবে আগামী রমজানে আইএসবি-র নতুন নেতা হিসেবে তাঁর নামই ঘোষিত হবে কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি আইএসডাব্লিউ৷

গত সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় আইএস-এর দায় স্বীকারের খবর শোনা যাচ্ছে৷ তবে বাংলাদেশ সরকার দেশে আইএস-এক থাকা বা ইসলামিক স্টেটের অস্তিত্বের কথা অস্বীকার করে আসছে৷

0,,17741017_303,00

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘দু’টি দিক থেকে বিশ্লেষণ করলে বাংলাদেশে আইএস-এর উপিস্থিতির প্রমাণ মেলে না৷ প্রথমত, এখানে জঙ্গি আক্রমণের যে ধরন, তাতে গ্লোবাল জিহাদের উদ্দেশ্য প্রসারিত হয় না৷

দ্বিতীয়ত, সাংগঠনিক উপস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, যারা ধরা পড়ে তাদের মধ্যে জামায়াতের ছাত্র সংগঠন শিবিররের সদস্য আছে৷ এর সঙ্গে আছে নতুন যুক্ত হওয়া জঙ্গিও৷ এর মানে হলো এই জঙ্গিরা দেশজ৷” তিনি বলেন, ‘‘বাংলাদেশে জঙ্গি তৎপরতার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে৷”

তবে জেনারেল রশীদের কথায়, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে৷ কারণ জঙ্গিরা তাদের অবস্থান এবং কৌশল বদল করে৷ বাংলাদেশে আইএস আদর্শের অনুসারী থাকতে পারে৷ তবে তা দিয়ে তাদের উপস্থিতি প্রমাণ করা যায় না৷”

116091_1

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ‘‘আমরাও বাংলদেশে হন্যে হয়ে আইএস খুঁজছি৷ সবাই আইএস আইএস করছেন৷ কিন্তু আমরা আইএস জঙ্গিদের খুঁজে পাচ্ছি না৷”

তিনি আরো বলেন, ‘‘আপনারা নিশ্চিত থাকুন যে, বাংলাদেশে কোনো আইএস নাই৷ আমরা খুঁজে পেলে আপনাদের জানাবো৷”

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:ডিডাব্লিউ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com