সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর বিসিএসে বয়স বৃদ্ধিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিল চিকিৎসকরা সপ্তাহে ১ দিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির সুনামগঞ্জে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আইএসে যোগ দেওয়া শামিমাকে নিয়ে বৃটেন জুড়ে বিতর্ক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৪৭ বার পড়া হয়েছে
জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়া মুসলিম যুবতী শামিমা বেগম।

বাংলা৭১নিউজ,ডেস্ক: জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়া মুসলিম যুবতী শামিমা বেগমকে নিয়ে লন্ডনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি এখন অন্তঃসত্ত্বা। তার দাবি অনুযায়ী, তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরো তিনজন মুসলিম কিশোরিকে নিয়ে লন্ডন থেকে পালিয়ে গিয়ে সিরিয়ায় আইএসে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি একটি শরণার্থী শিবিরে অবস্থান করছেন। সেখান থেকে লন্ডনে ফিরতে চাইছেন শামিমা। তিনি চাইছেন, তার সন্তান লন্ডনেই জন্মগ্রহণ করুক। কিন্তু তাকে কি বৃটেনে ফিরতে দেয়া উচিত? এ নিয়ে তুমুল বিতর্ক বৃটেনে।

অনেকেই তার পক্ষে মত দিচ্ছেন। আবার অনেকে বিপক্ষে। তাকে যারা সমর্থন করছেন তার মধ্যে রয়েছেন কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশিবিরের সাবেক বন্দি বৃটিশ নাগরিক মোয়াজ্জম বেগ। তিনি বলেছেন, শামিমাকে বৃটেনে আসতে দেয়া উচিত। কারণ, তিনি অন্তঃসত্ত্বা দশার শেষ ধাপে রয়েছেন এবং তিনি কোনো রকম হুমকি নন।

শামিমা বেগমের এখন বয়স ১৯ বছর। তিনি গ্রিন অ্যান্ড বেথনেল এলাকা থেকে দুই সহশিক্ষার্থীকে সঙ্গে নিয়ে চার বছর আগে পূর্ব লন্ডন থেকে পালিয়েছিলেন ২০১৫ সালে। সিরিয়ায় যাওয়ার পর তিনি আইএসের এক বিদেশী যোদ্ধাকে বিয়ে করেন। তার এর আগে দুটি সন্তান হয়েছিল। তারা মারা গেছে। শামিমা বলেছেন, যদি সিরিয়ায় শরণার্থী শিবিরে তার সন্তান জন্ম নেয় তাহলে তাকে হত্যা করা হতে পারে। এ জন্য সন্তানের নিরাপত্তার জন্য বৃটেনে ফিরতে চান। তাকে ক্ষমা করে দেয়ার জন্য লন্ডনে বসবাসকারী তার পরিবার সরকারের কাছে করুণা ভিক্ষা করেছে। তবে সরকার ইঙ্গিত দিয়েছে যে, তাকে সেই সুযোগ দেয়া হবে না। একটি টেলিভিশন চ্যানেলে ‘গুড মর্নিং বৃটেন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মোহাজ্জম বেগ। তিনি এ সময়ে শামিমার পক্ষে কথা বলেছেন। শামিমার ভবিষ্যত নিয়ে যখন চারদিকে বিতর্ক তখন তিনি তাকে বৃটেনে ফিরতে দেয়ার অনুরোধ করেছেন।

গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া মোয়াজ্জম বেগ।

উল্লেখ্য, মোয়াজ্জম বেগ ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত গুয়ানতানামো বে বন্দিশিবিরে বন্দি ছিলেন। তিনি ওই অনুষ্ঠানে বলেছেন, আমি ওই (গুয়ানতানামো বে) ববন্দিশিবিরে ১৪ থেকে ১৫ বছর বয়সী টিনেজারদের সঙ্গে অবস্থান করেছিলাম। তাদের অনেকেই গুরুত্বর মানসিক আঘাতপ্রাপ্ত। তাদের কেউ কেউ পশ্চিমা নাগরিক। তাদের জীবন সেখানেই শেষ হয়ে গেছে। কারণ, তাদের পিতামাতার সিদ্ধান্তের কারণে তাদের জীবন এভাবে শেষ হয়ে গেছে। তাদেরকে ফেরত নেয় নি। আমি বলছি, তিনি (শামিমা) অনুশোচনাহীন। কিন্তু দ্য টাইমস পত্রিকার সংক্ষিপ্ত সাক্ষাতকারে তা কিভাবে নির্ধারণ করা হয়েছে? তিনি তো এটাও বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) যে নির্যাতন চালিয়েছে তার কারণে তারা বিজয় অর্জনের দাবিদার হতে পারে না।

এখানে প্রশ্ন হলো, এই যুবতী কি কোনো হুমকি হবে? ভাল কথা, তিনি তো এখন এই মুহূর্তে ‘হেভিলি প্রেগনেন্ট’। যদি তিনি ফেরত আসেন, তাহলে তিনি একটি সন্তান প্রসব করবেন।

ওদিকে ২০০১ সালে বৃটিশ সাংবাদিক ইয়োন্নি রিডলি’কে আটক করেছিল তালেবানরা। পরে ওই সাংবাদিক ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই সাংবাদিকও এবার এই শামিমা বেগমের পক্ষ অবলম্বন করেছেন। তিনি শামিমার পক্ষ নিয়ে বলেছেন, আমরা একটি শিশুকে নিয়ে কথা বলছি। শামিমা তো বলেছেন, তিনি কোনো অনুশোচনা করেন না। কিন্তু সবাইকে স্মরণ করা উচিত যে, তিনি যে শরণার্থী শিবিরে আছেন সেখানে এখন আরো ৩৯০০০ মানুষ রয়েছে। তার ওপর এখন কতগুলো চোখ তা কে জানে। যুদ্ধের ফলে শামিমা নির্যাতিত। আমরা জানি না, তার কি অবস্থা। আমরা জানি না তিনি আতঙ্কিত বোধ করছেন কিনা। অথবা তিনি হুমকিতে রয়েছেন কিনা। আমাদের এটাও স্বীকার করতে হবে যে, তিনি ফিরে এলে গোয়েন্দা সংস্থাগুলোও সত্যিকার সহায়তা পাবে। আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে, কোনো অবস্থায় তিনি পালিয়ে আইএসে যোগ দিতে গিয়েছিলেন।

যদি তাকে উগ্রবাদী বানানো হয়ে থাকে, তাহলে তাকে উগ্রবাদ থেকে স্বাভাবিক পথেও আনা যাবে। তিনি একজন বৃটিশ। তিনি আমাদের সমস্যা। আমাদের দেশে একটি চমৎকার আইনি ব্যবস্থা রয়েছে। আর এখন আমরা বিশে^র কাছে কি বার্তা দিচ্ছি? আমরা বিশে^র কাছে বার্তা দিচ্ছি যে, বিশ^কে আমরা আমাদের সমস্যার ভাগাড়ে পরিণত করছি। এই সমস্যার মালিকানা নিতে হবে বৃটেনকে।

সাবেক গ্লামার মডেল কিম্বারলি।

সাবেক গ্লামার মডেল কিম্বারলি মাইনারসকে একবার আইএসের সদস্য সংগ্রহকারীরা ব্রেইনওয়াশ করে ফেলেছিল। সেই কিম্বারলি ‘দিস মর্নিং’ অনুষ্ঠানে বলেন, যেহেতু শামিমা বেগম অনুশোচনা দেখাচ্ছেন তাই তাকে বৃটেনে ফিরতে দেয়া উচিত। তিনি এখনও বয়সে অনেক তরুণী। তিনি বলেন, যখন আমাকে আইএসে যোগ দেয়ানোর চেষ্টা করা হয়েছিল তখন আমি ছিলাম প্রাপ্ত বয়স্কা। বিষয়টি ভালভাবে বুঝতে আমার দু’বছর সময় লেগেছে। তখনই আমি বুঝতে পেরেছি আমার ব্রেইন ওয়াশ করা হয়েছে। আমি প্রায় চলে গিয়েছিলাম সিরিয়ায়। যখন এমন অবস্থায় পড়েন একজন মানুষ তখন তিনি বুঝতে পারেন না তিনি কি করতে চলেছেন। আমি তো এখনও বুঝতে পারি না কি ঘটেছিল। তাই শামিমার বাচ্চাটাকে শাস্তি দেয়া উচিত হবে না।

তবে শামিমার প্রতি কোনো সহানুভূতি দেখান নি ম্যাসার গিফোর্ড। তিনি আইসিসের বিরুদ্ধে কুর্দি সেনাদের সঙ্গে যুদ্ধ করতে সিরিয়া গিয়েছিলেন। যেহেতু আমি আইসিসের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ ছিলাম, আর সেই আইসিসই শামিমাকে উদ্বুদ্ধ করেছে। তিনি দেশ ছেড়ে যেতে চেয়েছেন আইসিসকে সমর্থন করতে। আমরা যা দেখেছি, শামিমা তার সবই করেছে।

খ্রিস্টান ও ইয়াজিদিদের হত্যাকান্ডের আইসিস মেশিনের অংশ ছিলেন শামিমা। তার এসব কর্মকান্ডের জন্য শামিমার কোনো অনুশোচনা নেই। তিনি যে এখন কম বিপদজনক তার কোনো প্রমাণ নেই।

বাংলা৭১নিউজ/এসইকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com