আন্তর্জাতিক আইএফএন অনএয়ার রোডশো -২০২১’ অনুষ্ঠানের সঞ্চালন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। ৫ এপ্রিল রেডমানি গ্রুপ আয়োজন করে অনুষ্ঠানের। এবারের রোডশো’র প্রতিপাদ্য ছিল ‘সাহসী নতুন বিশ্ব : বাংলাদেশে ইসলামিক ফিন্যান্স’।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং মুডি’স ইনভেস্টরস সার্ভিসেসের ফিন্যানন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপের বিশ্লেষক টেংফু লি এশিয়ার সামগ্রিক ইসলামিক ফিন্যান্স ও ব্যাংকিং সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে যুক্ত ছিলেন ব্লুমাউন্ট ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ড. সালিবা স্যাসিন, বেডফোর্ড রো ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট লেভি, দ্য ইসলামিক করপোরেশন ফর দি ডেভেলপমেন্ট অব দি প্রাইভেট সেক্টর (আইসিডি), ট্রেজারি’র ভারপ্রাপ্ত পরিচালক ও গ্লোবাল মার্কেটস অ্যান্ড ফিক্সড ইনকামের (জিএমএফআই) প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা ইকবাল দারেদিয়া, নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিকস অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবির হাসান এবং ফরম্যাবের কনসালটেন্ট ড. নাটালি শুন।
বাংলা৭১নিউজ/এবি