বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আইইডি সাংবাদিক সম্মাননা পেলেন জাগো নিউজের সিরাজুজ্জামান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নারীবিষয়ক প্রতিবেদনের জন্য ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সাংবাদিক পুরস্কার, ২০১৮ পেয়েছেন জাগো নিউজের সহকারী প্রধান প্রতিবেদক সিরাজুজ্জামান।  দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে প্রকাশিত গবেষণামূলক প্রতিবেদন সংসদে বাড়ছে নারী প্রতিনিধিত্ব, ক্ষমতা বাড়ছে কি? শিরোনামে নিউজের জন্য তিনি এই সম্মাননা পান।  নারী দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদন হিসেবে জাগো নিউজে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।

রোববার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে পুরস্কারটি তুলে দেন ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু, পরিবেশ এবং নারীবিষয়ক প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের ১২ জন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে তিনজনকে সেরা প্রতিবেদকের পুরস্কার দেয়া হয়। সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, পরিবেশ বিষয়ে ঢাকা ট্রিবিউনের সোহেল মামুন এবং নারী বিষয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফারজানা আকতার।

অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন নারীবিষয়ক প্রতিবেদনের জন্য সিরাজুজ্জামান (জাগো নিউজ), কাজী নাফিয়া রহমান (বিডিনিউজ) ও মহিনউদ্দিন মিজান (ডেইলি অবজারভার)। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুবিষয়ক প্রতিবেদনের জন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন শাকিল মুরাদ (কালের কণ্ঠ), ইমরান হোসেন রাব্বি (ডিবিসি নিউজ) ও লুৎফর রহমান সোহাগ (পরিবর্তন)। পরিবেশবিষয়ক প্রতিবেদনের জন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন দেবাশীষ সাহা রায় (প্রথম আলো), ফারুক আলম (আমার সংবাদ) ও আতিক রহমান পূর্ণিয়া (পরিবর্তন)।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীতে ছিলেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, দেশ টিভির সিনিয়র বার্তা সম্পাদক সালমা ইয়াসমিন রিতা, ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি পিনাকী রায় ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র।

অনুষ্ঠানে বিচারকদের পক্ষে নিখিল ভদ্র জানান, তিন বিভাগে সর্বমোট ৮৭টি প্রতিবেদন জমা পড়েছিল। প্রতি বিভাগে চারটি করে সর্বমোট ১২টি প্রতিবেদনকে পুরস্কৃত করার সুপারিশ করেছে। যার মধ্যে প্রতি বিভাগ থেকে একটি প্রতিবেদনকে সেরা প্রতিবেদনের স্বীকৃতি দেয়া হয়েছে।

আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, জনউদ্যোগের সমন্বয়ক ডা. মোস্তাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার, শিশু-কিশোর সংগঠক ডা. লেনিন চৌধুরী, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র, আইইডি’র জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগের তারিক হোসেন প্রমুখ।  সূত্র: জাগোনিউজ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com