বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সিরাজ মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন । সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাইজদীর টেলিভিশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে। আহত মোটরসাইকেল চালক ফরহাদ (২৩) একই গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সুধারাম থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, রাতে মাইজদী থেকে লক্ষ্মীপুর জেলার দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। পথে টেলিভিশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাংলা৭১নিউজ/এস.এ