বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: বিশ্ব কাঁপছে করোনাভাইরাসের আতংকে। ঘর থেকে বের হতে পারছেনা মানুষ। সরকারের নির্দেশে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী শহর, বাজারসহ ওলিগলিতে মহড়া দিচ্ছে। এরই মাঝে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সযোগে ১০ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে অপহরণকারী। খবর পেয়ে পুলিশ অপহৃতা শিশুটি ও অপহরণকারীকে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শুক্রবার সন্ধা ৭টায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ টু শেরপুর সড়কের সালামতপুর পেট্টোলপাম্পের সামনে ওই এলাকার শিশু কিশোররা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলায় ব্যস্ত থাকে। শুক্রবার যখন সবাই খেলাধুলায় মগ্ন তখন হঠাৎ একটি অ্যাম্বুলেন্স সালামতপুর পেট্টলপাম্পের কাছে রেখে সালামতপুর গ্রামের শাহাবুদ্দিনের কন্যাকে নানা প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে আউশকান্দির দিকে নিয়ে যায়।
এ সময় শিশুর সাথে থাকা খেলার সাথিরা তার পরিবার ও আত্মীয় সজনদেরকে দৌড়ে গিয়ে বিষয়টি জানায়।
এ সময় শিশুটির সজনরা বিভিন্ন এলাকায় ফোনে এ বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে লোকজন নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারে ওই অ্যাম্বুলেন্সটি আটক করে শিশুটিকে তার গাড়ি থেকে উদ্ধার করে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার অপারেশন (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে অপহরণকারীকে আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার (ওসি) অপারেশন আমিনুল ইসলাম এর সাথে আলাপকালে তিনি বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে অপহৃত মেয়েকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে এসেছি।
আটককৃত সুন্দর আলী (৩৫) সিলেটর বালাগঞ্জ থানার মামালপুর গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র।
তিনি আরো বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাক্ষেপে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এফএ