বুধবার, ০১ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর নানা রেকর্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বব্যাপী এখন চলছে অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত  ‘অ্যাভেঞ্জার্স :এন্ডগেম’ সিনেমাটি। এটি মুক্তি পেয়েছে ২৬শে এপ্রিল। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই সিনেমাটি এখন মাতাচ্ছে সারা দুনিয়ার সিরেমাপ্রেমিদের হৃদয়। ইতিমধ্যেই এটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী ১৬৯ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এখন পর্যন্ত ৬০৮টি স্ক্রিনে ৯৩ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সেও নতুন রেকর্ড সৃষ্টি করেছে এই সিনেমা। এছাড়া মুক্তির আগেও টিকিট বিক্রির ক্ষেত্রে এটি  নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সিনেমাটি দেখতে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ।

এর আগে বুক মাই শো-র পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রতি সেকেন্ডে ১৮টি টিকিট বিক্রি হচ্ছে। ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ ভেঙেছে ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর টিকিট বিক্রির রেকর্ড। বাংলাদেশে ছবিটি মুক্তির আগে দেখা গেছে, টিকিটের জন্য সিনেমা হলে দর্শকদের উপচেপড়া ভিড়। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঝড় তুলেছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’।  ভারতের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ আগেই জানিয়েছিলেন, বিশ্বব্যাপী বক্স অফিসে সুনামি বইয়ে দেবে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। তার পূর্বানুমানই সত্য হয়েছে। মুক্তির দিনে শুধু সর্বোচ্চ আয়ই করেনি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট ওপেনার ‘থাগস অব হিন্দোস্তান’কেও টপকে গেছে ছবিটি। টুইটারে তারান আদর্শ জানিয়েছেন, মুক্তির দিনে ভারতের বক্স অফিসে এ ছবির নেট আয় ৫৩ কোটি ১০ লাখ রুপি। এদিকে চীনের বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ আয় করেছে ১০৭.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা একদিনের আয়ে চীনের বক্স অফিসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশের বক্স অফিসেও তুফান ছোটাচ্ছে এ ছবি। চলতি বছরের বহুল প্রতীক্ষিত তারকাবহুল এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি, ব্রি লারসন, ক্রিস  হেমসওর্থ, ক্রিস ইভানস, মার্ক রাফালো, জেরেমি রেনার ও স্কারলেট জোহানসন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২২ নম্বর ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। ছবিতে রয়েছে হাল্ক, থোনস গমোরা, ক্যাপ্টেন আমেরিকাসহ হাজারো চরিত্র। যারা ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ দেখেছিলেন তাদের মধ্যে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ নিয়ে আগ্রহ আকাশছোঁয়া। উল্লেখ্য, এটিই অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ।

বাংলা৭১নিউজ/এম.এ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com