বাংলা৭১নিউজ ডেস্ক: ২১ আগস্ট গুগল অ্যানড্রয়েডের নতুন ভার্সন ৮.০ অবমুক্ত করেছে। নতুন এই ভার্সনের নাম অরিও। অ্যানড্রয়েডের আগের ভার্সন ছিল ৭.০ নুগাট। নতুন ভার্সনে বেশ কিছু চমকপ্রদ ফিচার যোগ করা হয়েছে।
অ্যানড্রয়েড অরিওতে গ্রাহকদের নতুন কাস্টোমাইজেশান আর সিকিউরিটি যোগ করা হয়েছে।
গুগুলের মতে নতুন এই ভার্সন আগের থেকে অনেক বেশি স্মার্ট, ফাস্ট আর গ্রাহকদের দেবে এক পাওয়ারফুল এক্সপিরিয়েন্স। শিগগিরই কয়েক কোটি ফোনে চলে আসবে নতুন অ্যানড্রয়েড।
নতুন ভার্সনের অ্যানড্রয়েডে ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণ করা যায়। গ্রাহকদের অন্যতম প্রধান সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ এবং র্যাম ব্যাটারি নষ্ট করার প্রবণতা।
টেক শ্যাভিরা হয়তো এই সমস্যা থেকে মুক্তির উপায় জানেন কিন্তু সাধারণ গ্রাহকদের পক্ষে তা সবসময় জানা হয়ে ওঠে না। ফলে অকারণে নষ্ট হয় ফোনের র্যাম আর ব্যাটারি। কেউ কেউ হয়তো প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড কিলিং অ্যাপ ডাউনলোড করে এই সমস্যা থেকে এতদিন মুক্তির রাস্তা খুঁজেছেন। তবে এইভাবে হাতে ধরে আর ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিল করতে হবে না নতুন অ্যানড্রয়েড অরিওতে। নিজে থেকেই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ হয়ে।
যেমন ধরুন আপনি যখন গান শুনছেন তখন ব্যাকগ্রাউন্ডে আপনার মিউজিক প্লেয়ারটি বন্ধ হবে না, কিন্তু ফেসবুক বা ইন্সটাগ্রামের মতো বড় অ্যাপ গুলি আপনার ব্যবহারের পর নিজে থেকেই সাময়িক ভাবে বন্ধ করে দেবে অরিওতে। ফলে আপনার ফোনে র্যাম ও ব্যাটারির সাথেই বাঁচবে ডাটা। আমরা এমন এক যুগে বাস করি যখন আমাদের প্রত্যেকেরই যেকোন জায়গাতে একাধিক অ্যাকাউন্ট আছে। আর সব জায়গার ইউজারনেম ও পাসওয়ার্ড মনে রাখা যথেষ্ট কঠিন কাজ। যদিও পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য মনে রাখাই সেরা উপায়। কিন্তু কিছু অ্যাপের মাধ্যমে বিভিন্ন পাসওয়ার্ড সেভ করে রাখা যায় আজকাল। কিন্তু অ্যানড্রয়েড অরিওতে আর পাসওয়ার্ড মনে রাখার ঝক্কি পোয়াতে হবে না আপনাকে। নিজে থেকেই সব ইউজারনেম ও পাসওয়ার্ড মেনটেইন করবে নতুন অ্যানড্রয়েড।
বাংলা৭১নিউজ/সিএইস