বাংলা৭১নিউজ, ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আগামী ১ মাসের মধ্যে হত্যা করার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি প্রেরণ করা হয়।
চিঠি পেয়েই রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহবুবে আলম।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, যুদ্ধাপরাধীদের হত্যায় অ্যাটর্নি জেনারেলের ভূমিকা ছিল উল্লেখ করে তাকে একটি চিঠিটি দেয়া হয়। তবে কে বা কারা চিঠিটি দিয়েছে তদন্তের আগে কিছুই বলতে পারছেন না তিনি।
এ কারণে বিকেলে সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত মরহুম আইনজীবী ছামসুল হক চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি।
বাংলা৭১নিউজ/এসএম