বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

অ্যাটর্নির সময় চাওয়া দুরভিসন্ধিমূলক : মওদুদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের রায় ঘোষণার দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেলের সময় চাওয়া দুরভিসন্ধিমূলক বলে মনে করেন দলটি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

খালেদার জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণার দিন পিছিয়ে ধার্য করার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, হাইকোর্টে জামিন হওয়ার পর আপিল বিভাগ হস্তক্ষেপ করে না। সেই জামিনের ব্যাপারে গত ৫০ বছরে হস্তক্ষেপ করেছে নজিরবিহীন এটা। আপিল সাপেক্ষে সেই জামিনে হস্তক্ষেপ করে এমন নজির দেখাতে পারেননি তারা। জামিন দেয়ার পর জামিন স্থগিত করা যাবে এ ধরনের কোনো আইন নেই। তারপরও জামিন স্থগিত হল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে রায়ের দিন নির্ধারিত ছিল সেটা অ্যাটর্নি জেনারেল জানতেন। আজকে রায় দেয়া হবে মর্মে উল্লেখ ছিল। তিনি বলেছিলেন কালকে আমি কিছু বলবো। যেখানে সময় চাওয়ার পর আদালতও প্রশ্ন তোলে ছিলেন।

মওদুদ আহমদ বলেন, আমি মনে করি, দূরভিসন্ধিমূলকভাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়েছেন। অ্যাটর্নি জেনারেল জানতেন আজকে রায় দিবেন। যেখানে রায় দেয়ার জন্য লেখা ছিল সেখানে তিনি সময় চাইলেন।

তিনি বলেন, ওনি (অ্যাটর্নি জেনারেল) যতগুলো সিদ্ধান্ত দিলেন সবগুলোই আমাদের পক্ষে গেছে। আমরা দূঢ়ভাবে বিশ্বাস করি আগামীকাল তিনি (খালেদা জিয়া) জামিন পাবেন এবং জামিনের পর মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

আদালতের শুনানির বিষয়ে খালেদার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, অ্যাটর্নি জেনারেল একদিনের সময় চেয়েছিলেন, আদালত তাকে ১২টা পর্যন্ত সময় দিলেন। আমরা যে বিশ্লেষণগুলো দিয়েছিলাম, তিনিও তাই করছেন, এ ব্যাপারে আদালত তাকে প্রশ্ন করলে তিনি (অ্যাটর্নি জেনারেল) সঠিক কোনো জবাব দিতে পারেন নাই।

আমরা নজির দেখিয়েছি ৯ বছর, ১০ এমনকি ১২, ১৩ বছরের কোনো আসামির জামিন দেয়া হয়েছে। আমরা আব্দুল ওয়াহাবের একটি ফাইল দিয়েছিলাম।

আমরা চ্যালেঞ্জ করেছি, এই ধরনের কোন মামলায় (দুদক) খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষ কোনো আপিল দায়ের করেন নাই। এই ধরনের কম সাজায় (সর্ট সেন্টেস) আদালত জামিন দিতে পারে। সেই জন্যই বেইল দিয়েছে। আমরা আশা করি আগামীকাল তিনি জামিন পাবেন।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com