বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব ও পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি ।
পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৩ মিনিটে।
বাংলা৭১নিউজ/এম