বাংলা৭১নিউজ, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার কড়লডেঙ্গা মেধস আশ্রম এলাকা থেকে একটি এলজি ও তাজা ১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম রুবেল (৩২) কে আটক করে পুলিশ। আটককৃত আরিফুল ইসলাম রুবেল উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের লুদি শিকদার পাড়ার চাঁদনী বাপের বাড়ির হাজী আমিরুল ইসলামের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী বোয়ালখালী থানার সহকারি উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে কড়লডেঙ্গা মেধস আশ্রম সড়কের পশ্চিম পাশে অটো রিকশা নিয়ে অবস্থান নিই। রাত তিনটার দিকে অস্ত্রসহ ৩ ব্যক্তি আমাদের অটো রিকশাটি ঘিরে ফেলে। তারা টর্চের আলো দিয়ে সার্চ করার সময় একজনকে ধরে ফেলি। তার কাছে মেইড ইন পাকিস্তান লেখা একটি এক নলা এলজি ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জানতে চাইলে আরিফুল ইসলাম রুবেল বলেন, মাদকের গাড়ি মনে করে চ্যালেঞ্জ করেছিলাম। পরে জানতে পারি এটি পুলিশের গাড়ি। তবে অস্ত্রের ব্যাপারে জানতে চাইলে, কোনো জবাব দিতে পারেনি সে।
বোয়ালখালী থানার অফিসার ইনর্চাজ হিমাংশু কুমার দাস বলেন, অস্ত্র সহ একজনকে আটক করা হয়েছ্ েআইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস