বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করছে পুলিশ। রোববার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার পাহাড়ের পাদদেশের বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার এজাহার মিয়ার ছেলে মো. ইউনুছ (২৫), নুরুল ইসলামের ছেলে নুর কামাল (২৪) ও আবদুল করিমের ছেলে সেলিম উদ্দিন সলিম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৩টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হোয়াইক্যং মহেষখালীয়া পাড়ায় একদল ইয়াবা কারবারি ও সন্ত্রাসী অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.বি