বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি: সুন্দরবনে অস্ত্রসহ দুই ডাকতকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৪ মে) দুপুরে বনের কালাবগি এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা আব্দুল্লা আল মাহমুদ জানান, বনের কালাবগি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আছাফুর বাহিনী।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ছুটে যান কোস্টগার্ড সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছুলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ডাকত দলের সদস্যরা। এসময় কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট তাদের মধ্যে গুলি বিনিময় হয় বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা।
পরে ডাকাত দলের দুই সদস্য তাজেল গাজী ও জাকিরা ছানাকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। এসময় দুটি এক নালা বন্দুক ও একটি ডাবল ব্যারেল বন্দুকসহ ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস