বাংলা৭১নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় অস্ত্রসহ বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাত সাড়ে ৯ টার দিকে কাকডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পার্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত বিএসএফ সদস্যদের নাম রাকেশ কুমার। সে ভারতীয় ৭৬ বিএসএফ ব্যাটালিয়নের সরুপনগর থানার তারালি ক্যাম্পের সদস্য।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দীন জানান, রাত ৮টার দিকে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের সদস্য রাকেশ কুমার সে দেশের কয়েক জন গরু চোরাকারবারিকে ধাওয়া করে।
এক পর্যায় ওই বিএসএফ সদস্য সীমান্তের সোনাই নদী পার হয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় ঢুকে পড়ে। এ সময় ওই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিএসএফ সদস্য রাকেশ কুমারকে একটি এসএলআরসহ আটক করে।
একই সাথে একটি ভারতীয় গরুও আটক করা হয়।
আটক বিএসএফ সদস্যকে বিজিবি’র হেফাজতে রেখে প্রতিপক্ষ তারালি বিএসএফ ক্যাম্পে একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।
খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবল হোসেন জানান, ভারতীয় এক বিএসএফ সদস্য সোনাই নদী পার হয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্যরা তাকে অস্ত্রসহ আটক করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিপক্ষ বিএসএফকে একটি চিঠি পাঠানো হয়।
পরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে রাতেই ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/আরপি