বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডে।
আগামী ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরের ঠিক আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল।
আর অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে ৯ জনকে।
সব ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প শেষ করে সেখান থেকেই বাংলাদেশ দল চলে যাবে নিউজিল্যান্ডে। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায়, মোহাম্মদ শহীদ, ইবাদত হোসেন, তানভীর হায়দার খান।
স্ট্যান্ড বাই:
শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন ও রুবেল হোসেন।
বাংলা৭১নিউজ/এম