প্রথম বাংলাদেশি নারী হিসেবে সাজেদা আক্তার সানজিদা আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া ফেডারেল নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি এ বছর অনুষ্ঠিত স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সাজেদা আক্তার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওয়াটসন ইলেকটোরাল ডিভিশন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী পাঁচবারের সংসদ সদস্য টনি বার্ক।
এলাকাটি লেবার পার্টির ঘাঁটি হিসেবে বেশ পরিচিত।
ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে সাজেদাই প্রথম বাংলাদেশি নারী। নিউ সাউথ ওয়েলসের এ আসনটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। তাই বাংলাদেশি কমিউনিটি তার পাশে দাঁড়ালে তিনি ইতিহাসের অংশ হয়ে যাবেন।
সাজেদা আক্তার সানজিদা কমিউনিটির গ্রহণযোগ্য ও প্রিয় মুখ। সদা হাস্যজ্জল সানজিদা আক্তার বেশ কয়েকটি সংগঠনের সাথে জড়িত। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উইমেন্স কাউন্সিল,অস্ট্রেলিয়ান ফ্যাশন অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং সেফ দা উইমেন্স।
নির্বাচনী ইশতিহারে সাজেদা আক্তার বলেন, আমি বিজয়ী হলে ওয়াটসন এলাকার স্থানীয় ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য কাজ করব, বহুতলবিশিষ্ট কার পার্কিং নির্মাণেরপরিকল্পনা আছে। এ ছাড়া আমার নির্বাচনী এলাকায় মানসম্মত বাংলা স্কুল প্রতিষ্ঠা করব, বাংলাদেশি ভাষাভাষীদের জন্য একটি কমিউনিটি হল তৈরির পরিকল্পনা আছে।
সাজেদা আক্তার ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কৈশোর ফেনীতে কাটিয়েছেন। প্রায় এগারো বছর যাবৎ তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু।
সাজেদা আক্তার আশা করেন, বাংলাদেশি কমিউনিটির সবাই যদি দল-মত-নির্বিশেষে আমার পাশে দাঁড়ায় আমার প্রচার-প্রচারণাতে সহযোগিতা করে আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আমার জয় শুধু আমার নয় বাংলাদেশি কমিউনিটির জয়, নারী সমাজের জয়।
বাংলা৭১নিউজ/এসএইচ