বাংলা৭১নিউজ, ডেস্ক: জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আগামী আগস্টে শুরু হবে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প।
ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটাররাও থাকতে পারেন। মূলত জাতীয় দল ও ‘এ’ দলের ব্যাকআপ খেলোয়াড় তৈরী করতেই এইচপি ক্যাম্প চালু রেখেছে বিসিবি।
এবারের এইচপি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৪ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
হেলমট এর আগে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন অস্ট্রেলিয়া ‘এ’ দলেরও দায়িত্বে তিনি। এ ছাড়া আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ এবং বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের কোচের দায়িত্বে ছিলেন।
দিন চুক্তিতে হেলমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য এইচপি ক্যাম্প পরিচালনা করবেন হেলমেট। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, অস্ট্রেলিয়ান এই কোচকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা রয়েছে বিসিবির।
শনিবার বিসিবি কার্যালয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের এইচপি প্রোগ্রামে হেলমট প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। এ বছরের সার্বিক দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের ভিত্তিকে তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হবে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই প্রোগ্রাম শুরু হবে।’
বিসিবির শীর্ষ এই কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হবার আগেই এইচপি কাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। ২৫ জনের স্কোয়াড ঘোষণা করার কথা তিনি।
বাংলা৭১নিউজ/সিএইস