অস্ট্রিয়ায় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। মঙ্গলবার (২১ নভেম্বর) ভিয়েনার প্রেসিডেন্টের বাসভবন হফবার্গ প্যালেসে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
ভিয়েনার বাংলাদেশ মিশন জানায়, রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অস্ট্রিয়ায় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে দেশটির সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড-অফ-অনার দেয়।
এর আগে, গত ২৯ আগস্ট অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল রাষ্ট্রদূত ম্যাক্সিমিলিয়ান হেনিগেরের কাছে প্রশংসাপত্রের অনুলিপি উপস্থাপন করেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বাংলাদেশ মিশনগুলোর মহাপরিদর্শকের দায়িত্ব পালনকালে গত ৯ মে আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত জানায় সরকার।
১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পেশাদার কূটনীতিক সিয়াম ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকলের দায়িত্ব পালনের আগে ইউরোপ উইংয়ের মহাপরিচালক ছিলেন। এছাড়া সিয়াম ফিলিপিন্স এবং পালাউয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
তিনি ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই-কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সিয়াম।
বাংলা৭১নিউজ/এসএইচ