বাংলা৭১নিউজ, ঢাকা: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতারসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছিলেন ড. কামাল হোসেন। হঠাৎ করে তিনি অসুস্থবোধ করায় এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।’ সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস