শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী সদর এবং মাধবদী থানাধীন বিভিন্ন এলাকার অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত খন্দকার বাড়ি মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গত ৬ এপ্রিল এসব ত্রাণ বিতরণ করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ