বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর এলাকা অসময়ে এক সপ্তাহের ব্যবধানে হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পদ্মার ভাঙনের ১০০ মিটার দূরে রয়েছে চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টি হুমকির মধ্যে রয়েছে। যে কোনো সময় পদ্মাগর্ভে বিলিন হয়ে যাবে।
অসময়ে এ পদ্মার ভাঙন দেখা দিয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে চরবাসী।
জানা গেছে, অসময়ে এক সপ্তাহের ব্যবধানে চকরাজাপুর এলাকার আনোয়ার হোসেন শিকদার, নুরুল ইসলাম, আসলাম আলী শেখ, সাইদুর রহমান, ইকবাল হোসেন, গজল হোসেন, আবুল খায়ের, মোহাম্মদ আলী, সাইফুল ইসলামসহ শতাধিক ব্যক্তির জমিতে রোপণ করা আম বাগান, কুল বাগান, পেয়ারা বাগান, শাক-সবজি, বিভিন্ন ফসলি জমিসহ হাজার বিঘা জমি পদ্মাগর্ভে বিলিন হয়ে গেছে। এর মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। তারা বর্তমানে মানবেতর জীবনযাবন করছে।
এ দিকে চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। ভাঙনের ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে চরম আতঙ্কে। বিদ্যালয়টি ভাঙন থেকে মাত্র ১০০ গজ দূরে রয়েছে।
এ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম, তৃতীয় শ্রেণির ছাত্র পারভেজ আলী, সোহাগ আলী জানায়, পদ্মায় ভাঙনের কারণে স্কুল মাঠে খেলতে পারি না। ভয় লাগে দৌড়াতে গিয়ে পদ্মায় পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বাহাদুর হোসেন বলেন, পদ্মার পাড় ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের নিকট এসে গেছে। ফলে ছেলে-মেয়েদের ও প্রতিষ্ঠান নিয়ে দুশ্চিন্তায় আছি।
এ বিষয়ে আনোয়ার হোসেন শিকদার বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে আমার ২০ বিঘা জমির ওপর আম বাগান ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেখেও কিছুই করতে পারলাম না। আমি শেষ হয়ে গেছি।
চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম বলেন, ভাঙনের কথা কি বলব ভাই, আমার ২২ বিঘা জমি গত কয়েক দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া এ বছরে ভাঙনে চরের পলাশি ফতেপুর, চকরাজাপুর, জোতাশি, লক্ষ্মীনগর, আতারপাড়া, চৌমাদিয়া এলাকা, চকরাজাপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, ঘর-বাড়িসহ কয়েক হাজার আবাদি-অনাবাদি জমি ও গাছপালা ভিটে-মাটি হারিয়ে পথে বসেছে দুই শতাধিক পরিবার। তবে বর্তমানে স্কুলটির বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের বিষয়ে অবগত রয়েছি। পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও হুমকির মধ্যে পড়ছে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, বিদ্যালয় পরিদর্শন করে, স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে এবং পরিস্থিতি বুঝে সড়িয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/পিআর