শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা টেকনাফে নৌবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিপুল নদগ অর্থ জব্দ ভারতের কিছু মিডিয়ার কাজই হচ্ছে মিথ্যা বলা: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের ছুটি শেষে এসএসসি পরীক্ষা, নানামুখী চ্যালেঞ্জ বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক সৌদি আরবে সড়কে প্রাণ হারালেন কুমিল্লার যুবক ধলেশ্বরী নদীতে সেনা অভিযান : অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ জন আটক বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত কালীগঞ্জে লোহার রড় দিয়ে পিটিয়ে যুবককে হত্যা মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬ ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড় হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা বিমসটেক সম্মেলনে বিকেলে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ

অসময়ে আউট হয়ে গেলেন ম্যাথিউজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০ বার পড়া হয়েছে

নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাচ্ছিলো শ্রীলঙ্কা। একা এক কুশল পেরেরা দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি (২২ বলে) করে কিছু রান তুলে দিয়ে গিয়েছিলেন। তবুও, ৭০ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিলো লঙ্কানরা, তখন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের কাছ থেকে দায়িত্বশীল ব্যাটিং আশা করেছিলেন লঙ্কান ক্রিকেট সমর্থকরা।

ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে সে প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। কিন্তু ৩৪ রানের একটি জুটি গড়ার পর অসময়েই আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। মিচেল সান্তনারের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান ২৭ বলে ১৬ রান করে।

আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে কোনো বলই খেলতে পারেননি ম্যাথিউজ। হেলমেটের স্ট্র্যাপ লাগাতে গিয়ে সময়ক্ষেপন করেন। ২ মিনিট পার হওয়ার কারণে অধিনায়ক সাকিব টাইমড আউটের আবেদন করলে আম্পায়ার মারিয়াস ইরাসমাস সেই আবেদন গ্রহণ করে আউটের ঘোষণা দেন। যা নিয়ে এখনও তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে মাত্র ১৬ রান করেই আউট হয়ে গেলেন ম্যাথিউজ। এরপর অবশ্য আউট হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভাও। মিচেল সান্তনারের বলেই স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ধনঞ্জয়া। ২৪ বলে ১৯ রান করেন তিনি।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫। চামিকা করুনারত্নে এবং মহেশ থিকসানা ব্যাট করছেন কোনো রান না নিয়ে।

এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে রানবন্যার বিশ্বকাপ। প্রায় প্রতিটি ম্যাচেই হচ্ছে ৩০০ প্লাস স্কোর। সেঞ্চুরির বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা। এরই মধ্যে বিশ্বকাপের ইতিহাসে হয়েছে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এইডেন মার্করাম প্রথমে ৪৯ বলে এই রেকর্ড ভেঙেছিলেন। পরে, সেটিকে ভেঙে দেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি সেঞ্চুরি করেছেন ৪০ বলে।

এবার চলতি বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল পেরেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি এই লঙ্কান ব্যাটার।

যার ধারাবাহিকতায় তিনি ২২ বছরে পূরণ করে ফেলেন ফিফটির রেকর্ড। ৯টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি। এবারের বিশ্বকাপে পেরেরার আগে ২৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। যে ম্যাচে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাক্সওয়েল, ওই ম্যাচে ২৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।

পেরেরা ঝোড়ো গতিতে ব্যাটিং করলেও বিপদে রয়েছে শ্রীলঙ্কা। একের পর এক উইকেট হারাচ্ছে তারা। কুশল পেরেরা নিজেও আউট হয়ে গেছেন ৫১ রানের মাথায়। ২২ বলে হাফ সেঞ্চুরি করে ২৮ বলে ৫১ রান করে আউট হন তিনি লকি ফার্গুসনের বলে মিচেল সান্তনারের হাতে ক্যাচ দিয়ে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে শেষ সুযোগ শ্রীলঙ্কার। চলতি বিশ্বকাপেও শেষ ম্যাচ খেলতে নেমেছে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে। যাদের সামনে আবার সেমিফাইনালে ওঠার বড় চ্যালেঞ্জ। এমন সমীকরণ সামনে রেখে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৮ বলে ২ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা। ৭ বলে ৬ রান করে বিদায় নেন কুশল মেন্ডিস। ২ বলে ১ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ৮ বলে ৮ রান করে আউট হন চারিথ আশালঙ্কা। সর্বশেষ আউট হলেন কুশল পেরেরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com