শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ‘ডুবুরি’ পদে মোট ০৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
১. আগ্রহী প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে
২. সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
৩. পানির ১০০ ফুট গভীরে ডুবুরি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
৪. সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স
৩০ জুন ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
বেতন: ১১৩০০-২৭৩০০ টাকা এবং অন্যান্য সুবিধা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
উল্লেখ্য, ২১৫ টাকা আবেদন ফি রকেটের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনের পর আবেদনকারীকে একটি আইডি দেওয়া হবে। সেই আইডি রকেটের বিলের নম্বর হিসেবে ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
আরও জানতে এখানে ক্লিক করুন
বাংলা৭১নিউজ/আরকে