সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

অল্প রানে গুটিয়ে গেল নেদারল্যান্ডস

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পড়া হয়েছে

টস জিতে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের শুরুটা মোটেও ভালো হয়নি। আয়ারল্যান্ডের বোলিং তোপে দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় তারা। অবশ্য তৃতীয় উইকেট জুটির দৃঢ়তায় সেই ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছিল ডাচরা। কিন্তু আইরিশ ঝড়ে পরে নাকাল অবস্থা হয় তাদের। মাত্র ১০৬ রানে ইনিংস গুটিয়ে নেয় নেদারল্যান্ডস।

আজ সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’দাউদ ছাড়া কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি ৪৭ বলে ৫১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।

অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে। দ্রুত সাজঘরে ফিরেছেন কলিন অ্যাকারম্যান (১১), বেন কুপার (০),স্কট এডওয়ার্ডস (০),রায়ান টেন ডেসকাট (০) ও বাস ডি লিড (৭)।

শেষ দিকে অধিনায়ক পিটার সিলার ২৯ বলে ২১ রানের একটি ইনিংস খেলেন। কার্টিস কাম্পার ২৬ রানে চার উইকেট নিয়ে নেদারল্যান্ডসের ব্যাটিং ধস নামান। আর মার্ক এডায়ার ৯ রান খরচায় তিন উইকেট নেন।

অবশ্য পরিসংখ্যানের বিচারে আয়ারল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে আছে নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই দেখায় আইরিশদের হারায় ডাচরা। এ ছাড়া সবশেষ দেখাতেও জয় পায় নেদারল্যান্ডস।

তবে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে  আয়ারল্যান্ড এগিয়ে রয়েছে। তাদের অবস্থান ১২তম। আর নেদারল্যান্ডস আছে ১৭তম স্থানে।

এর আগে দুই দল ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। নেদারল্যান্ডস ৭ ম্যাচে জিতেছে।  আর আয়ারল্যান্ড চার ম্যাচে জয় পায়। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com