বাংলা৭১নিউজ, ঢাকা: দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযেগে প্রথম মামলা দায়ের করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে। এর আগে দুদক এই মামলা করতো। জানা গেছে, তৈরি পোশাক রফতানি করে সেই টাকা দেশে আনেনি এসএন ডিজাইন লিমিটেডের মালিক শহিদুল ইসলাম। এভাবে পোশাক রফতানির নামে ১০০ কোটি টাকা পাচার করেছেন তিনি।
বুধবার রাজধানীর মতিঝিল থানায় তার বিরুদ্ধে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা করেছে এনবিআরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর) ক্ষমতা পাওয়ার পর এটাই মুদ্রা পাচার প্রতিরোধ আইনের প্রথম মামলা। আগে দুর্নীতি দমন কমিশনের আওতায় ছিল এ বিষয়ে মামলা করার ক্ষমতা। সম্প্রতি আইনটি সংশোধন করে এনবিআরকে সেই ক্ষমতা দেওয়া হয়।
পোশাক ব্যবসায়ী শহিদুলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তার গার্মেন্ট প্রতিষ্ঠান এসএন লিমিটেড ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই পাঁচ বছরে ২৯৭ কোটি টাকার পোশাক বিদেশে পাঠালেও তার বিপরীতে কোনো বৈদেশিক মুদ্রা দেশে আসেনি।
বাংলা৭১নিউজ/এসএইচ