বাংলা৭১নিউজ,ঢাকা: চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা ৭ দশমিক ৪ শতাংশ হলেও তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ দাঁড়াবে বলে প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকায় প্রবৃদ্ধি বৃদ্ধির এই আশা করছেন তিনি।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোনের আটটি শিল্পকারখানা উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর ধরে আমরা একটা উন্নয়নের ধারা এই দেশে বহাল করেছি। এইটা গ্রোয়িং অ্যান্ড কনসিসটেন্ট। এই কথাটা বলার উদ্দেশ্য হলো অনেক সময় হয় কি গ্রোথ এক বছরে হলো সাত পারসেন্ট। তারপরে চলে গেলো চার পারসেন্ট। ইটস নট আ কনসিসটেন্ট গ্রোথ, এটা সাসটেইনেবল নয়। সাসটেইনেবল হওয়ার জন্য আমাদের গ্রোথটি গত ২০ বছরে আমরা ছয় পারসেন্টের উপরেই আমাদের দেশের গ্রোথ পেয়েছি। এবং গত ১০ এই গ্রোথ হয়েছে ৬ পয়েন্ট ৭ পারসেন্টের মতো। আমরা দুই বছর আগে ৭ পারসেন্টে পৌঁছে যাই। এবারে আমাদের লক্ষ্যমাত্রা আছে ৭ পয়েন্ট ৪ শতাংশ। কিন্তু আমরা আশা করছি হয়তো এটা ৭ পয়েন্ট ৫ শতাংশ হবে। আগামী বছর আমরা অত্যন্ত সাবধানতার সঙ্গে যে টার্গেট আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করছি সেটি হচ্ছে ৭ পয়েন্ট ৮ পারসেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রেলমন্ত্রী মুজিবুল হক, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হতে যাচ্ছে। এ সময় তিনি ভালো ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে মেঘনা গ্রুপের প্রশংসা করেন। তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষ হত্যা করেছিল, নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র করে একটানা ৯৩ দিন হরতাল অবরোধ করেও সফল হয়নি। এবারো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তারা সফল হবে না।
বাংলা৭১নিউজ/জেএস