সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো ঢাবি প্রো-ভিসির পদত্যাগে ৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের রামপুরায় ছাদে ছাত্রকে গুলি করা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং ১১৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন অভিবাসী দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া পাল্টাপাল্টি শুল্ক আরোপ ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ এবার মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার জামিন পেয়েছেন পরীমনি পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৮ শিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে হাসনাত সাবেক র‌্যাবপ্রধান হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদেশি ছাড়াই একাদশ, টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

‘অভ্যুত্থানে নিহতরা কৃষকের সন্তান, তবুও আলোচনায় নেই কৃষকরা’

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, এই দেশ কৃষকদের দেশ, কৃষিপ্রধান দেশ। অভ্যুত্থানে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই কৃষকের সন্তান। কিন্তু এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না।

রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের চিলমারীর সফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে হাট ও ঘাটে ইজারা প্রথা বাতিল, নদীভাঙন রোধ, কৃষকের সঙ্গে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাসনাত কাইয়ূম বলেন, আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য যেদিকে এগিয়ে নেওয়া দরকার সেটি হচ্ছে কৃষি ও কৃষক। তাদের কীভাবে পরিবর্তন হবে? তাদের সমস্যাগুলো সমাধান করা। এসব নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্তরে কথা বলেছি। ঢাকায় সভা-সমাবেশ করার চেষ্টা করেছি। তাতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন উপদেষ্টা আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগটা আমরা এদিকে আকৃষ্ট করতে পারিনি।

তিনি আরও বলেন, দারিদ্রপীড়িত এই কুড়িগ্রামের কৃষকরা সবসময় ফ্রেমের বাইরে থেকে যাচ্ছে। প্রথমত তাদের রাজনৈতিক দৃষ্টির মধ্যে আনতে হবে। এ ছাড়াও বিভিন্ন অঞ্চলের কৃষকরা আজ নানাভাবে ভুগছে। কৃষকরা হাজার হাজার কোটি টাকা লোকসান দিচ্ছে।

কৃষকরা ফুলকপি বিক্রি করছেন দুই টাকা করে আর বাজারে ভোক্তারা কিনছেন ৩০ টাকা করে। এতে করে একদিকে ভোক্তারা আর অন্যদিকে উৎপাদকেরা ঠকছেন। এই মধ্যবর্তী সিন্ডিকেট থেকে কৃষকদের মুক্ত করা দরকার, পুরো দেশকে মুক্ত করা দরকার। সেই দাবি থেকে আজকের এই উত্তরবঙ্গের কৃষক সমাবেশ করতে বাধ্য হচ্ছি।

এ সময় উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহ্বায়ক নাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য রাখাল রাহা, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, নগর পরিকল্পনাবিদ খন্দকার মিয়াজ রহমান প্রমুখ।

সমাবেশকে ঘিরে বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষক এই মহাসমাবেশ যোগ দেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com