বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে: ডা. শফিকুর রহমান কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অভ্যন্তরীণ বিনিয়োগে বিশ্ব সেরা বাংলাদেশের শেয়ারবাজার

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৮৩ বার পড়া হয়েছে

অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধির কারণে গত তিন মাসে বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশের শেয়ারবাজার। সোমবার (১২ অক্টোবর) এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত জুলাই-সেপ্টেম্বর এ তিন মাসে পারফরম্যান্সে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শেয়ারবাজার।

দেশে করোনা ভাইরাসের প্রভাবের আগেও নানা সংকটেই ছিলেন বিনিয়োগকারীরা। আর কোভিড দুর্যোগে অব্যাহত দরপতনে বন্ধ রাখা হয় ৬৬ দিন। পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগসহ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বেশকিছু পদক্ষেপে আবারো প্রাণ ফিরে পায় দেশের পুঁজিবাজার। যার ফলশ্রুতিতে জুলাই-সেপ্টম্বর এ তিন মাসে বিশ্বের শেয়ারবাজারে বিশ্ব সেরা পারফরম্যান্সে বাংলাদেশ।

সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেড।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে এশিয়ার শেয়ারবাজারের উত্থান হয়েছে। এরমধ্যে বাংলাদেশের শেয়ারবাজারের সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪০ শতাংশ উত্থান হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান ১৯ দশমিক ৪০ এবং ১৭ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পুঁজিবাজারের উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে-‘বাংলাদেশের শেয়ারবাজারের উত্থান হয়েছে দেশীয় বিনিয়োগকারীদের কারণে। বিদেশিদের নিট বিক্রির পরিমাণ বেশি হলেও দেশীয় বিনিয়োগকারীদের নিজস্ব বিনিয়োগ দিয়ে এ উত্থান হয়েছে। এছাড়াও রয়েছে- আকর্ষণীয় মূল্য, সুদহার কম, করোনা পরবর্তী অর্থনীতি চালু এবং রফতানি ও রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি’। বলা যায়, গত আগস্ট থেকেই সব ধরনের সূচকে ভালো অবস্থান, লেনদেন বৃদ্ধিসহ বিভিন্নভাবে আস্থাজনক অবস্থায় এগিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। এতে স্বস্তি ফিরেছে সাধারণ বিনিয়োগকারিদের মাঝেও।

এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানটি দখল করেছে ভিয়েতনাম। লেনদেনে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। শেষ ১২ মাসে প্রতিদিন গড়ে ভিয়েতনামের শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১৯০ মিলিয়ন ইউএস ডলার।

দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের শেয়ারবাজারে শেষ ১২ মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬ মিলিয়ন ইউএস ডলার। আর বাংলাদেশের শেয়ারবাজারে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫০ মিলিয়ন ইউএস ডলার।

এর আগে গত আগস্টেও বাংলাদেশের পুঁজিবাজার বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছিল। সে সময় দ্বিতীয় স্থানে ছিল ভিয়েতনাম।

বাংলা৭১নিউজ/এবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com