রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড জনগণের ঐক্য আরও সংহত করে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ড. কামাল অল্প সময়ের জন্য এসেছি, ফুটপ্রিন্ট রেখে যেতে চাই: সালেহউদ্দিন আহমেদ তারেক রহমানে দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন কোস্টগার্ডকে দেখে পালানোর চেষ্টা, আটক ৩ ‘তালাক’ না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া সীমান্তে নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত ‘দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে’ ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি : দুদকের অভিযান ভয়ঙ্কর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সারাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎ বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতি চিহ্ন তৈরি করছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েকে জুলাই গণআন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক নামকরণ ও টোল আদায় কার্যক্রম উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে জুলাই স্মৃতি ফলক উদ্বোধন শুরু হয়েছে। এর ফলে সারাদেশের মানুষ ও আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষ যেভাবে আন্দোলনে শামিল হয়েছিলেন পরবর্তী প্রজন্ম যাতে সবসময় তাদের স্মরণ করতে পারে আমরা সেই উদ্যোগ চালিয়ে যাব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম প্রমুখ।

জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় কার্যক্রম শুরু হওয়ার পর এটি ব্যবহার করতে টাকা দিতে হচ্ছে। নগরের পতেঙ্গা প্রান্তে টোল আদায় করা হবে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই টোল আদায় করবে।

পরে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। চূড়ান্ত হওয়া টোলের হার অনুযায়ী সিএনজি অটোরিকশা পারাপারে দিতে হবে ৩০ টাকা, প্রাইভেটকারকে দিতে হবে ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার ১০০ টাকা। পিকআপ ট্রাক ১৫০ টাকা, মিনি বাস ও ট্রাক থেকে ২০০ টাকা করে এবং বাস থেকে আদায় করা হবে ২৮০ টাকা।

২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ সাত বছরেও পুরোপুরি শেষ করতে পারেনি সিডিএ। উড়াল সড়কে ওঠা-নামার জন্য ১৫টি র‌্যাম্প নির্মাণ করার কথা থাকলেও সরকার পরিবর্তনের পর বাদ দেওয়া হয়েছে পাঁচটি। বাকি ৯টির মধ্যে একটির কাজ শেষ হয়েছে। অন্য আরেকটি র‌্যাম্পের কাজ চলমান আছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে এ উড়াল সেতু নির্মাণ করে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com