বাংলা৭১নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন নির্বাচনী প্রচার। গতকাল বুধবার সকালে তিনি যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে দুদিনের সফরে বেশ কিছু জনসভায় অংশ নিচ্ছেন তিনি। এই প্রচারকাজে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস। দুজনই রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ এলাকায় গিয়ে গতকাল বক্তৃতা দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।
রিয়াজ বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন আপনারা। আমার এই একটাই চাওয়া, আপনারা রাখবেন। আমার অভিনয় ভালো লাগলে তার বিনিময়ে আমি নৌকায় ভোট চাইছি। এখানে আপনাদের সামনে কথা বলতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সম্মানিতবোধ করছি।’
অন্যদিকে নায়ক ফেরদৌস বলেন, ‘আসন্ন নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষা করার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতে হবে। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে আমাকে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তবে আপনারা নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের মধ্যে যারা প্রথম ভোট দেবে, তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরো এগিয়ে নিতে চাই।’
এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস। এবার একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস