ভারতীয় অভিনেতা গুফি পেন্টাল মারা গেছেন। সোমবার (৫ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গুফি পেন্টালের ভাতিজা হিটেন পেন্টাল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আজ সকাল ৯টায় তিনি মারা গেছেন। ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মহাভারত’। ১৯৮৮-৯০ সাল পর্যন্ত ডিডি চ্যানেলে প্রচার হয় এটি। এ সিরিজে ‘শকুনি মামা’ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন গুফি পেন্টাল।
১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন গুফি পেন্টাল। তার আসল নাম সর্বজিৎ পেন্টাল। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভের লোভনীয় চাকরি ছেড়ে দেন কেবল অভিনয়ের টানে!
ধর্মেন্দ্র-হেমা মালিনী অভিনীত ‘দিলাগি’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান গুফি পেন্টাল। ‘দেশ পরদেশ’, ‘সুহাগ’ এবং ‘সম্রাট অ্যান্ড কোং’-এর মতো সিনেমায় অভিনয় করেন গুফি। তবে ছোট পর্দায়ই বেশি উজ্জ্বল ছিলেন এই অভিনেতা।
বাংলা৭১নিউজ/এসএইচ