বাংলা৭১নিউজ, হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে চলছে বিভিন্ন ধরণের যানবাহন। এসব যানের মধ্যে রয়েছে সিএনজি, হোন্ডা ও ট্রলি। অধিকাংশ গাড়ির লাইসেন্স এবং ফিটনেস নেই। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রায়ই অভিযান চালিয়ে আটক করে এসব যান।
এ নিয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী রায় ইতোমধ্যে ভ্রাম্যমান আদালত চালিয়ে জেল জরিমানাও করেছেন।
রায়পুর থানা ওসি আজিজুর রহমান জানান, এসব যানের ওপর অসংখ্যবার অভিযান চালিয়েছি। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বিভিন্ন সূত্র জানায়, এ ধরণের যান প্রভাবশালী ব্যক্তিদের মালিকানায় বলে বেপরোয়াভাবে চলছে সড়কে। মালিকরা আইনের তোয়াক্কা করছে না। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশেষ করে ট্রলিগুলোর রোড পারমিট থাকে না। অথচ তা চলছেই। তারা আরও জানান, ট্রলির কারণে সড়কগুলো নষ্ট হয়ে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়ে অন্যান্য যান এবং জন চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে।
বাংলা৭১নিউজ/জেএস