বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে বাধা দিলে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার (১০ জুন) রাতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে ভাইয়ের পুকুর বাজার এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় ক্ষুব্দ গ্রামবাসীর হামলায় আহত পল্লী বিদ্যুতের অফিস সহায়ক আব্দুল হান্নান নিহত হয়েছেন।
শনিবার (১১ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর জানিয়ে সংযোগ বিচ্ছিন্নে বাধা দিলে শাস্তির হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী লিখেন, ‘স্পষ্ট করে বলতে চাই, গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল আদায় বা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে কেউ কোনো বাধা দিলে, তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।’
তিনি জানান, বগুড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণের অভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় পল্লী বিদ্যুতের অফিস সহায়ক আব্দুল হান্নান নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এসএইচ