শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৪৭ বছর পর ইসলামী বইমেলায় শিবিরের প্রকাশনী মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান : উপদেষ্টা সাখাওয়াত তিন হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে আইসিবি, গ্যারান্টার সরকার বিপ্লব উদ্যানের স্থাপনা ভেঙে সবুজ পার্ক করা হবে : চসিক মেয়র নতুন বাংলাদেশ গড়তে সরকার পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আগুনে পুড়ে ছাই গোডাউনসহ ১৮ দোকান, ৩ কোটি টাকার ক্ষতি ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন প্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক নিলেন ত্রাণ উপদেষ্টা কুষ্টিয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই ৫ কোটির টেন্ডার পেতে উত্তেজিত বিএনপি নেতা, তত্ত্বাবধায়ক লাঞ্ছিত ঢাকায় চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী রাজনীতিতে অংশগ্রহণ প্রসারে নেদারল্যান্ডস-সিজিএসের প্রকল্প অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক আফরোজা আব্বাসের প্রচারে হামলার ঘটনায় মহিলালীগ নেত্রী গ্রেপ্তার পাল্টা ৩ প্যাকেজ ঘোষণা বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি সংস্কারের জন্য সবার কাছ থেকে পরামর্শ আসতে হবে : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে ৪৮ বাংলাদেশি আটক সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত এবার হত্যার হুমকি দেওয়া হলো শাহরুখ খানকে

অবৈধ নির্বাচন কমিশনের তফসিলও অবৈধ হবে: মির্জা আব্বাস

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপলোড সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের নির্দেশে তড়িঘড়ি করে তফসিল ঘোষণার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এ কমিশন অবৈধ সরকারের তৈরি ফরমায়েশি নির্বাচন কমিশন। তারা অবৈধ, তাদের তফসিল মানা হবে না। সেটাও অবৈধ হবে।

শুক্রবার (১১ আগস্ট) এক দফা দাবিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এ কমিশন নিশিরাতের ভোটের সরকারের মনোনীত কমিশন। আমরা হুঁশিয়ার করতে চাই, এ সরকারের অদেশ মেনে যে কাজ করছেন অন্যায় করছেন। আপনারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মচারী, জনগণের নিয়োগপ্রাপ্ত কেউ নন। আপনাদের কোনো সাংগঠনিক অধিকার নেই নির্বাচন করার। যদি করতে চান, তবে আমরা সেটা প্রতিহত করবো। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

মির্জা আব্বাস বলেন, বর্তমান অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে। পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। তারা সরাসরি গুলি করছে। এ স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ ফ্যাসিবাদীদের যতদিন ক্ষমতায় রাখা হবে, দেশের ততই ক্ষতি। যত তারাতারাতি সম্ভব এদের বিদায় করতে হবে।

এখন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সরকার পতনের করার চেষ্টা করছি। তবে, কেউ অশান্তি করলে আমরা তার দাঁতভাঙা জবাব দেবো।

আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে।

এর আগে এক দফা দাবিতে গণমিছিলে অংশ নিতে কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

এক দফার চলমান আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার বিকেল তিনটায় ঢাকার দুই মহানগর থেকে একযোগে গণমিছিল বের করবে বিএনপি। একই দিন এক দফার যুগপৎ আন্দোলনে বিএনপির সমমনা দলগুলোও ঢাকায় পৃথক মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে। দক্ষিণের গণমিছিলটি মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে।

এরমধ্যে উত্তরের গণমিছিলটি উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলে সামনে গিয়ে শেষ হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com