রাজধানীর মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) মিরপুর-১২ এলাকার ডি ব্লকে ও মিরপুর-২ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়ামত উল্লাহ। এসময় তার সঙ্গে তিতাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার সকালে মিরপুর-১২ এলাকার ডি ব্লকে ২টি বাড়িতে অভিযান চালায় তিতাস। এসময় একটি বাড়িতে অবৈধ সংযোগ থাকায় ৫০ হাজার ও আরেকটি বাড়িতে আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মিরপুর-২ এলাকায় আরেকটি বাণিজ্যিক ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গ্যাস আইন ২০১০ এর ১২ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানে গ্যাস সংযোগ কাটা পড়া এক ভবনের মালিক বলেন, আমার সংযোগ বৈধ। গ্যাস বিল বাকি পড়ায় গত বছর অক্টোবরে আমার সংযোগ কেটে দিয়ে যায় তিতাস। এমনিতেই আমি কয়েক মাস গ্যাস ব্যবহার করতে পারি না। তার ওপর আবার মিথ্যা অভিযোগে আমার গ্যাসের সংযোগ কেটে দিয়ে গেলো।
তিতাসের কর্মকর্তা শাহিদুর রহমান জাগো নিউজকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা দুইটি বাণিজ্যিক ও দুইটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছি। এর মধ্যে এক ব্যক্তি বাণিজ্যিক ও আবাসিক দুটোই ব্যবহার করছিলেন। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর দুইজনের মধ্যে একজন আবাসিক গ্রাহককে ৫০ হাজার ও আরেক বাণিজ্যিক ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলা৭১নিউজ/এসএন