বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলকে অপ্রদেয় কর বাবদ ১১ বিলিয়ন ডলার আয়ারল্যান্ডকে দিতে হবে।
ইউরোপীয় কমিশন এক আদেশে আয়ারল্যান্ডকে বলেছেন, অ্যাপেলের কাছ থেকে এ পরিমাণ অর্থ বুঝে নিতে।
তিন বছর তদন্তের পর ইউরোপীয় কমিশন সিদ্ধান্ত পৌঁছেছেন, ‘আয়ারল্যান্ড অ্যাপেলকে যে কর সুবিধা দিয়েছে, তা অবৈধ।’
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
কমিশন জানিয়েছেন, আয়ারল্যান্ডের দেওয়া কর সুবিধা নিয়ে অ্যাপেল প্রকৃত করের চেয়ে অনেক কম কর দিয়েছে। তবে এ বিষয়ে কমিশনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে আয়ারল্যান্ড সরকার ও অ্যাপেল কর্তৃপক্ষ।
আয়ারল্যান্ডের অর্থমন্ত্রী মাইকেল নুনান জানিয়েছেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঘোর আপত্তি জানাচ্ছেন।
এদিকে কমিশন বলেছেন, ‘সদস্য রাষ্ট্রগুলো নির্দিষ্ট কোনো কোম্পানিকে বিশেষ কর সুবিধা দিতে পারে না। ইউরোপীয় ইউনিয়েনের কোনো রাষ্ট্রের সহযোগিতামূলক আইনের বিরুদ্ধে এটি।’
কমিশনার মারগ্রেথ ভেস্টেজার বলেছেন, তদন্ত থেকে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ‘অ্যাপেলকে অবৈধ করসুবিধা দিয়েছে আয়ারল্যান্ড। যে কারণে কোম্পানিটি বিশাল অঙ্কের করের বদলে দিয়েছে সামান্যই।’
এদিকে আয়ারল্যান্ড জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। দেশটির অর্থমন্ত্রী নুনান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস