অবাধ্য সেনা সদস্যদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে আদেশ অমান্যকারী সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সেনা হত্যা করার তথ্য রয়েছে। সত্যিই আদেশ অমান্য করা সেনাদের হত্যা করছে রুশ সামরিক বাহিনী।
তিনি বলেন, আমাদের কাছে এমন তথ্যও আছে, রুশ কমান্ডাররা ইউক্রেনের আর্টিলারি ফায়ার থেকে পিছু হটতে চাইলে পুরো দলকে হত্যা করার হুমকি দিচ্ছে রাশিয়া।
রুশ সেনাদের মৃত্যুদণ্ড সাজা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ক্রেমলিন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রে রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।
ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভও হোয়াইট হাউসের অভিযোগের বিষয়ে কিছু উল্লেখ করেননি। কিন্তু তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই কাজ ‘আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও প্রদাহের’ সৃষ্টি করছে, যা আগুনে তেল ঢেলে দেওয়ার মতো।
বাংলা৭১নিউজ/এসএইচবি