বাংলা৭১নিউজ, ঢাকা: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টের ১০ শতাংশ চাঁদা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী বুধবার সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বেসরকারি শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়াসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’এসব দাবি নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সরকারের নীতি নির্ধারণী মহল দাবিসমূহ পূরণের জন্য ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
কিন্তু সুবিধাভোগী ও তথাকথিত শিক্ষক সংগঠনের কোন কোন নেতাদের প্ররোচনায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করার জন্য পৃথক দু’টি গেজেট প্রকাশ করা হয়েছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন। প্রকাশিত গেজেটে অতিরিক্ত ৪ শতাংশ প্রদান করে ভবিষ্যতে অতিরিক্ত কী সুবিধা পাওয়া যাবে তা সিদ্ধান্তে উল্লেখ না থাকায় নেতারা হতাশা প্রকাশ করেন।
শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে আগামী বুধবার সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ওই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে কর্মসূচী পালন করা হবে। দাবি মানা না হলে লাগাতারা ধর্মঘট ও আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস